ভোটগ্রহণে অনিয়ম ও সরকার দলীয় প্রার্থীর প্রভাব বিস্তারের কারণে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সহকার রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলমের কাছে তিনি এ ব্যাপারে অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। ভোট দিতে বাধা দেয়া হচ্ছে। এসব অনিয়ম ও সরকারদলীয় প্রার্থীর প্রভাবের কারণে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছি। বৃহস্পতিবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের স্থগিত ২১ কেন্দ্রে পুনভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী এম এ আউয়াল এবং আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম। প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনের ৮১টি কেন্দ্রের মধ্যে অগ্নিসংযোগ ব্যালটবাক্স ছিনতাই, সংশ্লিষ্ট প্রিসাইডিং ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার কারণে ২১টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। ওদিন মাছিমনগর উচ্চ বিদ্যালয়ে ব্যালট পেপার ছিনতাই কালে ১ জন নিহত হন। ১৬ জানুয়ারি স্থগিত কেন্দ্রে পুনভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।