ময়মনসিংহে বাস খাদে পড়ে নিহত ৫

0
166
Print Friendly, PDF & Email

জেলার শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের শ্যমগঞ্জ এলাকার বেলতলী এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ৫ যাত্রী নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তারাকান্দা থানার ওসি মকবুল হোসেন জানান, এই দুর্ঘটনায় ৪ যাত্রী ঘটনাস্থলেই এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো একজন মারা যান বলে নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত হেলাল আহাম্মেদ। এদিকে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

শেয়ার করুন