জাপার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বিক্রি

0
100
Print Friendly, PDF & Email

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেতে আগ্রহীদের মধ্যে শুক্রবার থেকে আবেদনপত্র বিক্রি শুরু হবে। বৃহস্পতিবার দুপুরে জাপার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় সূত্র জানায়, আবেদনপত্র ১৯ জানুয়ারি রোববার বিকেল পাঁচটা পর্যন্ত বিক্রি হবে। এদিকে, আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ ও জমাদানের প্রথম দিনে ২১০টি ফরম বিক্রি হয়েছে। জমা পড়েছে দুটি। আর ফরম বিক্রি বাবদ আয় হয়েছে ৫২ লাখ ৫০ হাজার টাকা। বুধবার সকাল ১১ টা থেকে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যযলয়ে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ ও জমা গ্রহণ শুরু হয়েছে। চলবে শুক্রবার পর্যন্ত। আর ১৯ জানুয়ারি রোববার বিকেল তিনটায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেবেন।

শেয়ার করুন