কংগ্রেসের সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ ক্ষমতাধর কার্যনির্বাহী পরিষদের বৈঠক হতে যাচ্ছে বৃহস্পতিবার। শুক্রবার রাহুল গান্ধীর বিষয়ে এক গুরুত্বপূর্ণ ঘোষণার জন্যই এই বৈঠক হচ্ছে বলে জানায় ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি। কংগ্রেসের বেশকিছু নেতা জানিয়েছেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নাও হতে পারেন সেটা ভাবা অনুচিত হবে। তবে রাহুলের হাতে তিনটি বিকল্প রয়েছে। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়া ছাড়াও প্রেসিডেন্টের সাথে কাজ করা বা আগামী মে মাসে সাধারণ নির্বাচনের আগে দলের হয়ে প্রচারণায় অংশ নেয়া। তবে বৃহস্পতিবার শক্তিশালী সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কংগ্রেসের বর্তমান ভাইস প্রেসিডেন্ট রাহুল প্রধানমন্ত্রী পদে নির্বাচনে লড়বেন। এ বিষয়ে তিনি সম্মত হয়েছেন বলেও জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থাগুলো। ভবিষ্যতে সবসময় নিজের অবস্থান পরিষ্কার রাখা রাহুল এক সাক্ষাৎকারে বলেছেন, “আমি কংগ্রেসের একজন যোদ্ধা। যা নির্দেশ দেয়া হোক না কেন আমি তা মেনে চলবো।” দলের পক্ষ থেকে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী প্রার্থী করা হচ্ছে কি না,এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে রাহুল বলেন, সরাসরি মন্তব্য করা কংগ্রেস দলের স্টাইল নয়। সবকিছু মিলিয়ে ভারতীয় সংবাদ সংস্থাগুলো মনে করছে রাহুলকেই প্রধানমন্ত্রী পদে মনোনয়নের জন্য বাছাই করা হবে। সেই সাথে রাহুলও এই পদের জন্য রাজি হয়েছেন বলে জানাচ্ছে সবাই। এদের মধ্যে কংগ্রেসের অনেক প্রবীণ নেতারাও রয়েছে। সবকিছু ঠিক থাকলে শুক্রবারই রাহুলের প্রধানমন্ত্রীত্বের বিষয়ে মুখ খুলবে কংগ্রেস।