সহিংসতা করলে ছাড় দেয়া হবে না: ইনু

0
113
Print Friendly, PDF & Email

“আমরা সভা সমাবেশের পক্ষে, তবে অসহিংস রাজনীতির নামে সহিংসতা সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না” বলে জানিয়েছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতবার সচিবারয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। আগামী ২০ জানুযারি খালেদা জিয়া শান্তিপূর্ণ সমাবেশ ডেকেছে এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “আমরা সভা সমাবেশের পক্ষে। সমাবেশে বিষয়টি প্রশাসন দেখবে। এগুলো আমরা দেখি না।” ইনু বলেন, “বিএনপির নেত্রী খালেদা জিয়া শান্তিপূর্ণ সমাবেশের নামে দেশে আবারো অস্থিরতার ক্ষেত্র তৈরি চান। গত বুধবার খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয়।” খালেদা জিয়া সরকারে থাকলে বৈধ হয়, আর ক্ষমতায় না থাকলে সরকার ও সংসদ অবৈধ হয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, “সহিংস আন্দোলনের পক্ষে খালেদা জিয়ার সাফাই গাওয়াটা জনগণ ও গণতন্ত্রের জন্য দুঃখজনক। আন্দোলনের নামে নাশকতার বিষয়ে খালেদা জিয়া তার অবস্থান পরিস্কার না করলে গণতন্ত্র ও দেশের জন্য হুমকি হয়ে থাকবে।” তিনি বলেন, “শান্তিপূর্ণ আন্দোলনের নামে অতীতে যে অবস্থা ঘটেছে তাতে বোঝা যায় খালেদা জিয়া যতক্ষণ জামায়াত ও হেফাজতের সঙ্গ ত্যাগ না করে ততক্ষণ পর্যন্ত আন্দোলনের কোনো গ্যারান্টি নেই।”

শেয়ার করুন