২০ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে মহানগর বিএনপি। বিএনপির সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি বাংলামেইলকে এ কথা জানিয়েছেন। তিনি জানান, এখন পর্যন্ত সমাবেশের অনুমতি দেয়া হয়নি। তবে অনুমতি পাওয়া যাবে এরকম আশার কথা জানান তিনি। উল্লেখ্য, বুধবার বিকেলে গুলশানে হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন খালেদা জিয়া। একতরফা নির্বাচন প্রত্যাখ্যান করায় জনগণকে ধন্যবাদ জানিয়ে আগামী ২০ জানুয়ারি সারা দেশে জেলা উপজেলায় র্যালি করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এছাড়া ঢাকায় শোভাযাত্রা ও সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করা হবে। বৃহস্পতিবার বিএনপির নয়াপল্টন কর্যালয়ের তালা খুলে দেয়া হয়। দীর্ঘ দেড় মাস পর কার্যালয়ে নেতারা প্রবেশ করেন। সকালে ৩ জন সহদপ্তর সম্পাদক ও যুবদলের একজন নেতা প্রবেশ করেন। এর পর দুপুরে প্রবেশ করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে তিনি ৩টি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেন।