নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আজ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশ ও মিশনের কূটনীতিকদের ব্রিফ করেছেন। বিকাল ৩টায় মন্ত্রণালয়ের আনক্লাজ মিলনায়তনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
আলোচিত ৫ই জানুয়ারির নির্বাচনের পর নয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রথম বারের মতো সরকারের অবস্থান স্পষ্ট করলেন। সাংবিধানিক প্রক্রিয়ার বাধ্যবাধকতার কারণেই ৫ই জানুয়ারির নির্বাচন হয়েছে বলেই জানানো হয়েছে এ ব্রিফিংয়ে। ব্রিফিং শেষে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেন, দ্রুত একটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে। গতকাল বিএনপি চেয়ারপারসনের বক্তব্য সম্পর্কে তিনি বলেন, তাদের বক্তব্য ও অবস্থান ইতিবাচক এবং তার প্রেক্ষিতে সরকারের বক্তব্যও ইতিবাচক।