বগুড়ায় জেলা জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৭৮

0
117
Print Friendly, PDF & Email

বগুড়ায় জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহাবুদ্দিনসহ ১৩ জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের ইয়াকুবিয়া স্কুল মোড় থেকে তাদের আটক করা হয়।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে অন্তত ৬৫ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে জেলায় ৭৮ জন বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করা হয়েছে।

বগুড়া সদর থানার ওসি ফায়জুর রহমান জানান, জামায়াত আমির অধ্যক্ষ শাহাবুদ্দিনসহ আটককৃত ১৩ জন শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়ে নাশকতার জন্য প্রস্তুতি নিচ্ছিলো।

এ সময় পুলিশ তাদের আটক করে। তবে আটককৃতদের মধ্যে কেউ নিরপরাধ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

আটক জামায়াত-বিএনপি নেতারা বিভিন্ন সময়ে শহরে ভাঙচুর-অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড করেছে বলে দাবি করেন ওসি।

বগুড়া সহকারী পুলিশ সুপার (সদর ও মিডিয়া) গাজিউল হক জানান, বগুড়া শহর থেকে ১৩ জন আটকের আগে রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে র‌্যাব ও পুলিশ ৬৫ জন বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করা হয়

শেয়ার করুন