বিষধর সাপ নিয়ে খেলছে বিএনপি। একদিন ওই সাপই তাদের ছোবল দেবে। জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপির রাজনীতি চালিয়ে যাওয়ার বিষয়টিকে ইঙ্গিত করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমন মন্তব্য করেছেন।
আজ বুধবার বেলা সোয়া ১১টায় রাজধানীর ধামনমন্ডিতে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন মন্ত্রী।
ওবায়দুল কাদের পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে বলেন, কোনো একটি প্রতিবেশী দেশের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর উসকানিতে বারবার সংখ্যালঘুদের ওপর হামলা করা হচ্ছে। এর ফল মোটেও ভালো হবে না।
সম্প্রতি যশোর ও দিনাজপুরে সংখ্যালঘুদের ওপর বিএনপি-জামায়াতের হামলার ঘটনার প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।