বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের জামিন না মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহিরুল হকের আদালতে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করা হয়।
এর আগে গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় রিজভীর পক্ষে আদালতে জামিন আবেদন করেন এডভোকেট সানাউল্যা মিয়া এবং এডভোকেট ইকবাল হোসেন।