দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯২ আসনে বিজয়ী প্রার্থীদের তালিকা গেজেট আকারে প্রকাশের জন্য বাংলাদেশ গভর্ণমেন্ট (বিজি) প্রেস পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশনের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার ভোর ৫টা পর্যন্ত ইসি সচিব ড. মো. সাদিকসহ অন্যান্য কর্মকর্তারা এ তালিকা চূড়ান্ত করেন বলে জানা গেছে।
এই গেজেটে ৫ জানুয়ারি ভোটে নির্বাচিত ১৩৯ সংসদ সদস্যসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৫৩ জনের তালিকাও রয়েছে।
উল্লেখ্য, আইন অনুযায়ী গেজেট বা সরকারিভাবে নির্বাচনের ফলাফল প্রকাশের তিন দিনের মধ্যে নতুন সংসদ সদস্যদের শপথ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে।