খুব কম ভোটের নির্বাচনের পর পরিস্থিতি পর্যবেক্ষণে ফ্রান্স

0
122
Print Friendly, PDF & Email

খুব অল্প সংখ্যক ভোটারের উপস্থিতি ও সহিংসতার মধ্য দিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছে ফ্রান্স।

মঙ্গলবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে এ পর্যবেক্ষণের কথা জানান।

নিবিড় পর্যবেক্ষণের কথা জানিয়ে ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা রাজনৈতিক দলগুলোকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান কাঠামোর মধ্যে থেকে ফের সংলাপ শুরু করতে উৎসাহিত করছি।

শেয়ার করুন