যে কোনো সময় খালেদা জিয়ার সংবাদ সম্মেলন

0
93
Print Friendly, PDF & Email

বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া যে কোন সময় সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনের সময় ও দিন চূড়ান্ত করা না হলে বুধবার যে কোন সময় হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে চেয়ারপাসনের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল আব্দুল মজিদ জাস্ট নিউজকে জানান, চেয়ারপারসনের সংবাদ সম্মেলনের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

এদিকে, বিএনপির চেয়ারপরসন বেগম খালেদা জিয়া জোটের চলমান সরকারবিরোধী আন্দোলনে এবং আওয়ামী লীগের প্রহসনের নির্বাচন স্বতঃস্ফূর্ত বর্জনে দেশবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি চলমান আন্দোলন অব্যাহত রাখার আহবান জানাবেন।

তবে বিরোধী দলীয় নেতা সংবাদ সম্মেলন করতে পারবেন কিনা এ নিয়েও সন্দিহান দলের নেতাকর্মীদের। সংবাদ সম্মেলন করতে না পারলেও বেগম জিয়ার বক্তব্য ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীর সমানে তুলা ধরা হবে।

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ গত ২৪ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঘোষণা করেন।

শেয়ার করুন