দশম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী নারায়ণগঞ্জ শামীম ওসমান সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে ইঙ্গিত করে বলেছেন, ‘শান্ত নারায়ণগঞ্জকে যদি অশান্ত করার চেষ্টা করা হয় তাহলে মা কালিও রক্ষা পাবে না।’
সোমবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও ফতুল্লা আওয়ামী লীগ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের সাধারণ মানুষদের ওপর হামলা করা হলে আমরা বসে থাকবো না । মা কালিও আপনাদের বাঁচাতে পারবে না। তিনি (সেলিনা হায়াত আইভী) নিজেও বাঁচতে পারবে না।’
দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোয়াটার ফাইনাল ও সেমিফাইনাল খেলা হয়েছে। এবার হবে ফাইনাল খেলা। আপনারা সবাই প্রস্তুত থাকবেন। সাধারণ মানুষের ওপর হামলা হলে আমরা নিদের্শের অপেক্ষায় থাকবেন না। সাথে সাথে ব্যবস্থা নিবেন যা হবার পরে দেখা যাবে।’
নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, ‘আমি কবরী না আমি শামীম ওসমান। আওয়ামী লীগ অফিসে যারা আগুন দিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। নয়তো আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বসে থাকবে না।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান খসরু, কমান্ডার গোপীনাথ দাস, কামাল আহমেদ, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল আলম সজল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সহ সভাপতি জাকিরুল আলম হেলাল, জেলা ছাত্রলীগ সভাপতি সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন প্রমুখ।