জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, কোনো স্বাধীন দেশের প্রধানমন্ত্রী এ ভাষায় কথা বলতে পারেন না। চলমান আন্দোলনে শত শত শহীদের রক্ত মাড়িয়ে দিল্লির সাধের নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানো হচ্ছে। এ পটভূমিতে রাষ্ট্রীয় নিরাপত্তার বেষ্টনীতে গণভবনের ফুলের বাগানে আয়োজিত সংবাদ সম্মেলনই বলে দেয়, দেশ ও গণতন্ত্র যখন জ্বলছে, শেখ হাসিনা তখন দিল্লির সুরে বাঁশি বাজাচ্ছেন।
সোমবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
প্রধান বলেন, এ চক্রান্ত, ভণ্ডামি ও প্রসহনের নির্বাচন সম্পর্কে দেশবাসী ও বিশ্ববাসী জানে ও বোঝে। দেশবাসী আজকের সংবাদ সম্মেলনে সিকিমের মীর জাফর লেন্দুক দর্জির প্রেত্মাতার কণ্ঠই শুনতে পাচ্ছে। সুতরাং কথামালার ফাঁদে পা না দিয়ে স্বাধীনতা ও গণতন্ত্রের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশপ্রেমিক জনগণকে চলমান সংগ্রাম আরো জোরদার করার আহ্বান জানান তিনি।