ভোটের শতাংশ জানাতে আরো দু-একদিন সময় লাগবে: সিইসি

0
115
Print Friendly, PDF & Email

রবিবারের একতরফা নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে এই নিয়ে নির্বাচন কমিশনের লুকোচুরি অব্যাহত রয়েছে। মুখ খুলছেন না খোদ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদও।

সোমবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দু-‘একদিনের মধ্যে অফিসিয়ালি নির্বাচনের রেজাল্ট জানানো হবে।’

রকিবউদ্দীন বলেন, ‘আন-অফিসিয়ালি রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে। এখনো অনেক কেন্দ্রে ফলাফল এসে পৌঁছায়নি। সেগুলোর আসার পর আনুষ্ঠানিকভাবে জানান হবে।’

এ সময় নির্বাচনে আনুমানিক কত শতাংশ ভোট পড়েছে সাংবাদিকরা ফের জানতে চাইলে প্রসঙ্গ এড়িয়ে তাৎক্ষণিক সাংবাদিকদের সামনে থেকে চলে যান তিনি।

প্রসঙ্গত, অন্যান্য নির্বাচনে সাধারণত ভোটগ্রহণ শেষ হওয়ার পর কাস্ট হওয়া ব্যালটের মুড়ি দেখেই ভোটের বিষয়ে একটি ধারণা দেয়া হতো। এবারে কমিশনের কড়াকড়িতে তা হয়নি। নির্বাচনের পর মুখ খোলেননি কমিশন সংশ্লিষ্ট কেউই।

এদিকে, ভোটারবিহীন বিতর্কিত এই নির্বাচনে কাস্ট হওয়া ভোটের হার বাড়িয়ে দেখানোর জন্য ক্ষমতাসীনদের পক্ষে চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। আর এরই মধ্যে কমিশনের লুকোচুরি সন্দেহকে আরো ঘনীভূত করছে।

শেয়ার করুন