প্রস্তুতি ছিল। উপস্থাপকসহ দু’জন অতিথিও লাইভ সমপ্রচারের অপেক্ষায় স্টুডিওতে হাজির ছিলেন। অকষ্মাৎ একটি ফোনকল থামিয়ে দিল অনুষ্টানের প্রচার। ঘটনাটি ঘটেছে চ্যানেল ২৪-এ। সম-সাময়িক প্রসঙ্গ নিয়ে নিয়মিত আয়োজন মুক্তবাকের গতরাতের অনুষ্টান রহস্যজনক কারণেই বন্ধ করে দেয়া হয়। এতে অতিথি ছিলেন নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিপপের প্রেসিডেন্ট নাজমুল হাসান কলিমুল্লা ও সিনিয়র সাংবাদিক সালেহউদ্দিন। উপস্থাপনায় ছিলেন জামিল আহমেদ।