দিনব্যাপী সহিংসতার এক তরফা নির্বাচনে জয়ী হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ (আ.লীগ)। বিরোধী দলহীন তামাশার নির্বাচনে ৩০০ আসনের মধ্যে আ.লীগ এককভাবে পেয়েছে ২৩২ টি। দুই-তৃতীয়াংশ আসন পেয়ে আবারো ক্ষমতার মসনদে দলটি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা সোমবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। আল-জাজিরা জানায়, ভোটকেন্দ্রে আগুন, পুলিশের সঙ্গে নির্বাচন বিরোধীদের সংঘর্ষ, গুলি, ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে স্থগিত হয়েছে ৮টি আসনের নির্বাচন। শতাধিক ভোটকেন্দ্রে সহিংসতায় প্রাণ দিয়েছেন কমপক্ষে ১৯ জন। ‘প্রহসনের’ এই নির্বাচনে সাড়া দেননি দেশের মানুষ। অনেক ভোটকেন্দ্র ছিল ভোটারশূন্য। ‘তামাশার’ এই নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সমালোচনা করেছে। এর গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। ঢাকা থেকে প্রকাশিত শীর্ষস্থানীয় জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টার এই নির্বাচনকে অ্যাখ্যা দিয়েছে ‘দেশের ইতিহাসের রক্তক্ষয়ী নির্বাচন’ হিসেবে। অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেছেন, নির্বাচনে জনগণের অসম্পৃক্ততা প্রমাণ করে যে, তারা নির্বাচনের এই পদ্ধতি নিয়ে অখুশি।