আটটি সংসদীয় আসনে পুন:ভোট করতে হবে নির্বাচন কমিশনকে (ইসি)। রোববারের নির্বাচনে ১৪৭টি আসনের মধ্যে ১৩৯টি আসনের ফলাফল দিতে পারলেও ৮টি আসনের ফলাফল দিতে পারেনি ইসি।
দেশের বিভিন্ন স্থানে সরকার বিরোধী জোটের প্রতিরোধের মুখে এবং ব্যালট পেপার ছিনতাই ও কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এ আসনগুলোতে ভোট স্থগিত হয়ে যায়। আসনগুলো হলো দিনাজপুর-৪, কুড়িগ্রাম-৪, বগুড়া-৭, গাইবান্ধা ১, ৩, ৪, যশোর-৫ ও লক্ষ্মীপুর-১।
ইসির কর্মকর্তারা জানান, স্থগিত নির্বাচনগুলোর তারিখ কমিশন সভায় নির্ধারিত হয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে।