নির্বাচন ‘প্রত্যাখ্যান করায়’ দেশবাসীকে খালেদার অভিনন্দন

0
211
Print Friendly, PDF & Email

দশম জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে ঘৃণ্য, কলংকজনক এবং ভোটারবিহীন আখ্যা দিয়ে তা ‘প্রত্যাখ্যান করায়’ দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। রবিবার রাতে এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার অভিনন্দনের কথা জানান।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, আজ্ঞাবহ নির্বাচন কমিশন ও সাজানো প্রশাসন দিয়েও সরকার নির্বাচন গ্রহণযোগ্য করতে পারেনি। এটা তাদের জন্য মর্মান্তিক ট্র্যাজেটিতে পরিণত হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর একগুয়েমির কারণে আজ অনেক মানুষ প্রাণ হারাল। এর দায় প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশন ও সরকারকেই নিতে হবে।

বিএনপির এই নেতা বলেন, নীলনকশার নির্বাচন ব্যর্থ হওয়ায় সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। অবিলম্বে এই নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান তিনি।

শেয়ার করুন