চালাকি করতে গিয়ে ধরা খেয়েছেন হাসিনা: খেলাফত

0
95
Print Friendly, PDF & Email

খেলাফতে ইসলামী বাংলাদেশের আমির মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মাওলানা ফজলুর রহমান বলেছেন, “রোববার অনুষ্ঠিত একতরফা নির্বাচন ছিল জাতির সঙ্গে শেখ হাসিনার প্রতারণার নির্লজ্জ মহড়া। কিন্তু অতিচালাকি করতে গিয়ে তিনি ধরা খেয়ে গেছেন।”

রোববার দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের পর সন্ধ্যায় এক বিবৃতিতে তারা এ কথা বলেন।

খেলাফতের দুই নেতা বলেন, এই নির্বাচনে উদ্বেগ-উৎকণ্ঠা আর সহিংসতা প্রত্যক্ষ করেছে দেশবাসীসহ গোটা বিশ্ব। ভোটার উপস্থিতি ছিল একেবারে শূন্যের কোটায়। সারা দেশে কেন্দ্র দখল করে জাল ভোট দিয়েও ছয় শতাংশ ভোট কাস্ট করা সম্ভব হয়নি বলে দাবি করেন তারা।

বিবৃতিতে দুই নেতা বলেন, “যেখানে জনগণ ভোটদানে বিরত থাকল, প্রার্থীরা নিবার্চন বর্জন করল, ১৫৪ জন প্রার্থী নির্বাচনের আগেই নির্বাচিত হয়ে গেলেন, এটা কেমন সুষ্ঠু নির্বাচন হতে পারে, দেশবাসী তা ভালো করেই বোঝে।” নির্বাচন কমিশন ও আওয়ামী লীগের মিথ্যাচারে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেন তারা।

খেলাফতের নেতারা বলেন, “প্রার্থী ও ভোটারবিহীন একক নির্বাচন দেশে-বিদেশে কোণোভাবেই গ্রহণযোগ্যতা পাবে না।, দেশবাসীর নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আরো জোরালো হবে। অবশ্যই শেখ হাসিনার পতন হবে। জাতি আওয়ামী দুঃশাসনের কবল থেকে মুক্ত হবে।”

শেয়ার করুন