নির্বাচনে পাঁচ শতাংশের ওপর ভোট পড়েনি : অলি

0
116
Print Friendly, PDF & Email

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘আমি মনে করি এই নির্বাচনে জনগনের সম্পৃক্ততা ছিল না। এ নির্বাচনে ভোট পড়ার হার তিন থেকে পাঁচ শতাংশের অধিক ছিল না।’

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিভিন্ন ভোটকেন্দ্রে সরকারি বাহিনীর সদস্যরা ব্যালট পেপারে সিল মেরে সারাদেশে জাল ভোট দিয়েছে। এ বিষয়গুলো দিনের মতো পরিষ্কার। কোনো অন্ধের পক্ষেও এটা বোঝা মুশকিল হবে না।’

শান্তিপূর্ণভাবে ভোট বর্জন করায় দেশবাসীকে এলডিপির পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা আশা করি দেশবাসী ঐক্যবদ্ধভাবে ১৮ দলীয় জোটের নেত্রী ঘোষিত সকল কর্মসূচি আন্তরিকতার সঙ্গে পালন করে বর্তমান অনির্বাচিত সরকারের বিদায় নিশ্চিত করবেন।’

কর্নেল অলি সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, অবিলম্বে দেশের অবস্থা বোঝার চেষ্টা করুন। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে নতুন করে নির্বাচনের ব্যবস্থা নিন।’

শেয়ার করুন