খালি বাক্স নিয়ে ফিরে গেলেন কর্মকর্তারা

0
142
Print Friendly, PDF & Email

ভোটারদের জন্য ছিল কঠোর নিরাপত্তা। ছিল প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ নিরাপত্তাকর্মীরা। সেনা সদস্য, পুলিশ, বিজিব ও র্যা ব সদস্যদের টহল ছিল চোখে পড়ার মতো। কিন্তু এতো সব আয়োজন যাদের জন্য, সেই ভোটাররাই কেন্দ্রে আসেননি।

বিকেল চারটার পর খালি ব্যালট বাক্স নিয়ে ফিরে যেতে হয় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। কোনো ভোট না পড়ার এই চিত্র চোখে পড়েছে মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের বজরাপুর ও পুরোন্দপুর ভোটকেন্দ্রের।

বজরাপুর ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মহেশপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সালাম জানান, এই কেন্দ্রে মোট ভোটার ছিল দুই হাজার ৫৪২। অথচ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বজরাপুর কেন্দ্রে কোনো ভোটার ভোট দিতে আসেননি।

মহেশপুর উপজেলার পুরোন্দপুর ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা তিন হাজার ৫২৮ ছিল। কিন্তু শেষ সময় পর্যন্ত একজন ভোটারও ভোট দিতে আসেননি বলে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মহেশপুর সরকারী কলেজের প্রভাষক হোসেন মোহাম্মদ শামিম জানান।

এছাড়া খালিশপুর দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে মাত্র একজন ভোটার ভোট দেন বলে জানা গেছে।

শেয়ার করুন