দশম জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ জানাতে দিনভর লুকোচুরি খেলেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগের নির্বাচনগুলোতে দিনে ৪/৫বার সংবাদ সম্মেলন করতো ইসি এবং ঘন্টার ঘন্টায় কত শতাংশ ভোট কাষ্ট হয়েছে তা জানানো হতো। তবে এবারে দুপুর পর্যন্ত স্থগিতকৃত ভোট কেন্দ্রের তথ্য জানালেও সিইসির অনুরোধের কারণে তারা তা বন্ধ করে দেয়া হয়। বলা হচ্ছে ভোট শেষে জানতে পারবেন।
কিন্তু এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার সকালে একবার সংবাদ সম্মেলন করলেও এতে পাওয়া যায়নি কোনো তথ্য।
কমিশনের কর্মকর্তারা কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করছে।
উল্লেখ্য, সারাদেশের জেলা প্রতিনিধিদের তথ্য মতে ৩২১ টি ভোট কেনদ্রের ভোট স্থগিত করা হয়। কিন্তু নির্বাচন কমিশন বলছে ১৮৩টি।