`নির্বাচনে সর্বোচ্চ চার শতাংশ ভোট পড়েছে’ এমন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, “প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণ প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।”
রোববার বিকেলে দশম জাতীয় সংসদ নির্বাচন শেষে তার গুলশানের বাসায় এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, “প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণ প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।একই সঙ্গে বিএনপি এতদিন নির্দলীয় সরকারের দাবিতে যে আন্দোলন করেছে তাও সঠিক বলে প্রমাণ হয়েছে।”
তিনি আরো বলেন, “ইউরোপীয় ইউনিয়ন, কনওয়েলথ ও আমেরিকা নির্বাচনের আগে বলেছিল এটা হবে অপর্যবেক্ষণযোগ্য নির্বাচন। সকাল আটটা থেকে শুরু হওয়া এই নাটকে তাদের কথার প্রমাণ মেলেছে।”
আজকের নির্বাচনে সর্বোচ্চ এক থেকে চার শতাংশ ভোট পড়েছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।