জাতীয় পার্টির নির্বাচন বর্জন

0
118
Print Friendly, PDF & Email

দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে জাতীয় পার্টি। একই সঙ্গে অবিলম্বে একাদশ সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে দলটি। পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিঙ্কন ভোটগ্রহণ শেষে রোববার বিকাল ৫টায় জাতীয় পার্টির পল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। দলের পক্ষ থেকে এ ঘোষণা দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন।

আহসান হাবীব বলেন, এই নির্বাচনে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাই জাতীয় পার্টি নির্বাচন বর্জন করছে। দশম জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে অবিলম্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির ভাইস চেয়ারম্যান এটিএম গোলাম মোল্লা চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য সোমনাথ দেব প্রমুখ।

শেয়ার করুন