৫১ ভোট পেয়ে বিজয়ী কামাল

0
110
Print Friendly, PDF & Email

ঢাকা-১৫ আসনের একটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ৯৭নং এ কেন্দ্রে ১ হাজার ৮৮৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ৫২ জন।

এর মধ্যে ৫১ ভোট পেয়ে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন সরকার দলীয় প্রার্থী কামাল মজুমদার। এক ভোট পেয়ে তার নিকটপ্রতিদ্বন্দ্বী হয়েছেন হাতি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এখলাস উদ্দীন মোল্লা। যদিও তিনি বেলা সাড়ে ১২টার দিকে ভোট বর্জন করেন। শূন্য ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন মশাল জাসদ প্রার্থী।

উল্লেখ্য, রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ করা হয়। শেষ হয় বিকেল ৪টায়। এরপরই ভোটগণনা শুরু হয়। ভোট কম পড়ায় দ্রুত ফলাফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা।

শেয়ার করুন