বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু সাকিবের অল রাউন্ডার পারফরম্যান্সের পরও হেরেছে তার দল অ্যাডিলেড স্ট্রাইকার্স।
রোববার অ্যাডিলেড ওভালে প্রথমে ব্যাট করে নির্ধারিত সাত উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে স্ট্রাইকার্স। জবাবে পাঁচ বল হাতে থাকতেই চার উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় প্রতিপক্ষ সিডনি সিক্সার্স।
ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অ্যাডিলেড স্ট্রাইকার্স। দলীয় মাত্র ৩২ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ফিলিপ হিউজেসরা। দলনেতা হিউজেসও আউট হন মাত্র ১২ রানে।
এরপর নাথান রিয়ার্ডোনের সঙ্গে যোগ দেন সাকিব। শুরু থেকেই মারমুখী ব্যাটিং করতে থাকেন তিনি। সিডনি বোলারদেরকে পাত্তাই দিলেন না এই অল রাউন্ডার। তবে দলীয় ১১২ রানে হ্যাজেলউডের বলে স্টিভ ও’কীফির বলে ক্যাচ তুলে দেন তিনি। তবে মাঠ ছাড়ার আগে মাত্র ৩০ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৪৬ রান করেন সাকিব। দলের পক্ষে এটিই সর্বোচ্চ স্কোর।
এছাড়া রিয়ার্ডোন ৪৩ রান করেন। ফলে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে অ্যাডিলেড।
ব্যাট হাতে উজ্জ্বল সাকিব বল হাতেও ছিলেন দুর্দান্ত। সিডনির দুটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন তিনি। বিপরীতে চার ওভারে মাত্র ২১ রান দেন তিনি।
উদ্বোধনী জুটির ম্যাডিসন শূন্য রানে আউট হলেও শক্তিশালী জুটি গড়ে তোলেন লাম্ব ও হেনরিকস। ২৬ রান করা হেনরিকসের পর সর্বোচ্চ স্কোর ৫৪ রান করা লাম্বকেও আউট করেন সাকিব।