মানুষের মধ্যে উৎসবের আমেজ নেই: ভারতীয় পর্যবেক্ষক

0
113
Print Friendly, PDF & Email

বাংলাদেশে দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা ভারতের ত্রিপুরা রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তা আশুতোষ জিন্দাল বলেছেন, নির্বাচনে মানুষের মধ্যেও উৎসবের আমেজ নেই।

রোববার দুপুরে রাজধানীর আজিমপুর গালর্স হাই স্কুল ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও কোথাও কোন সহিংসতা আমার চোখে পড়েনি। তবে মানুষের মধ্যেও উৎসবের আমেজ নেই।”

তিনি বলেন, “ভোটের পরিবেশ সবমিলয়ে ভালোই।”

সারাদেশে দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে ১৩ হাজারের বেশি দেশি পর্যবেক্ষক নিযুক্ত থাকলেও বিদেশি পর্যবেক্ষক আছেন মাত্র চারজন।

ভারত থেকে ত্রিপুরার প্রধান নির্বাচনী কর্মকর্তা আশুতোষ জিন্দালসহ দু’জন পর্যবেক্ষক ঢাকায় এসেছেন। ভারতের নির্বাচন কমিশনের পরিচালক বি বি গার্গও নির্বাচন পর্যবেক্ষণে রয়েছেন।

ভুটান নির্বাচন কমিশনের ভোটার নিবন্ধন ও সীমানা পুনর্নির্ধারণ বিভাগের পরিচালক সোনম তবগাইয়াল ও দেশটির নির্বাচনী তহবিল বিভাগের ম্যানেজার তাশি দর্জি শুক্রবার ঢাকায় পৌঁছেন।

শেয়ার করুন