সারা দেশে সংঘর্ষে নিহত ১৬

0
154
Print Friendly, PDF & Email

দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত রাত থেকে সহিংসতায় সারা দেশে অন্তত ১৬ জন নিহত হয়েছে। ঠাকুরগাঁওয়ে গত রাতে প্রিজাইডিং অফিসার যোবায়েদুল হককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। লালমনিরহাটে সংঘর্ষে নিহত হয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক হোসেন। এছাড়া রংপুরে পীরগাছায় উপজেলায় গতরাতে ব্যালট পেপার ছিনতাইকালে পুলিশের গুলিতে নিহত হয়েছেন হাদিউজ্জামান ও মিরাজুল ইসলাম নামে দুই জামায়াত কর্মী।

দিনাজপুরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন বিএনপি নেতা বিএনপি নেতা বাবুল হোসেন। গাজীপুরে চলন্ত ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রল বোমায় অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নুরুজ্জামান। নীলফামারীর ডিমলার চাপানি, জলঢাকা ও সোনাপুরে ভোটকেন্দ্রে আগুন দেয়ার সময় পুলিশের গুলিতে ৪ জন নিহত হয়েছেন। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন জাহাঙ্গীর হোসেন। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে জলঢাকার বালাপাড়ার কাচারি ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে নিহত হয়েছেন মমতাজ উদ্দিন (৪০) নামে একজন সহকারী শিক্ষক। এলাকাবাসী জানিয়েছেন, নিহম মমতাজউদ্দিন একজন জামায়াত কর্মী। সকাল সাড়ে ১০টার এ ঘটনার পর ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এদিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। নিহত ছাত্রদল নেতার নাম কঙ্কন মিয়া।

ফেনীর সোনাগাজীতে যুবলীগের সঙ্গে সংঘর্ষে দুই যুবদল কর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন- জামশেদ আলম ও শহীদুল্লাহ। দিনাজপুরের পার্বতীপুরের উত্তর সালন্দা ও গোবিন্দপুর ভোটকেন্দ্রে সংঘর্ষে নিহত হয়েছেন দুই আনসার সদস্য। নিহত এক আনসার সদস্য হলেন- আবদুল ওয়াহেদ। এসময় গুলিবিদ্ধ হয়েছেন যুবদলের আরও ৫ কর্মী। লক্ষীপুরের রামগঞ্জে মাছিমপুর কেন্দ্রে পুলিশের গুলিতে নিহত হয়েছেন শিবির কর্মী রুবেল।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ছেতরিকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার জোবায়দুল হককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তাকে রক্ষা করতে গেলে পুলিশ সদস্য জাহেরুল ইসলাম ও আনসার সদস্য জাহাঙ্গীর আলম আহত হন। বর্তমানে তার মৃতদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে আরাজী ঝাঁড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের পেট্রোল বোমার বিস্ফোরণে রেজাউল করিম নামে আরো এক সহকারী প্রিজাইডিং অফিসার দগ্ধ হয়েছেন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জবায়দুল হক ঠাকুরগাঁও শহরের ঘোষপাড়ার বাসিন্দা। তিনি সালন্দর ডিগ্রি কলেজের প্রভাষক। আহত আনসার সদস্য জাহাঙ্গীর আলম জানান, রাত ১১টায় ভোট কেন্দ্রের বারান্দায় বল্লমসহ ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে প্রিজাইডিং অফিসার গুরুতর আহত হন। তাকে বাঁচাতে গেলে তাদের উপরও ঝাঁপিয়ে পড়ে। দুটি অস্ত্র লুটে নেয়। ঠাকুরগাঁও পুলিশ সুপার ফয়সল মাহমুদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে বলেন, অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দল কর্মী নিহত

মিলন পাটোয়ারী, লালমনিরহাট থেকে জানান, লালমনিরহাটে পাটগ্রামে গতরাতে আওয়ামী লীগ-বিএনপি সংর্ঘষের ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দলের কর্মী ফারুক আজ ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এর আগে স্বেচ্ছাসেবক দলের নেতা মোবারক নিহত হয়েছিল। এনিয়ে দুই জনের মৃত্যু হয়। ওদিকে লালমর্নিহাটের পাটগ্রামের বালাপাড়া ভান্ডারদা ও বালাকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ২টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্স লুট হয়েছে। পিজাইডিং অফিসার আহত হয়েছে। লালমনিরহাটের পাটগ্রামের ভান্ডারদা ও বালাকুড়া ভোট কেন্দ্রে ব্যালট পেপার লুট, প্রিজাইডিং অফিসার আহত হয়েছেন।

শেয়ার করুন