বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর গ্রামের বাড়ির কেন্দ্রে সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো ভোট পড়েনি।
বিশ্বনাথ উপজেলার ৩ নং রামধানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঐ কেন্দ্রে ভোট দিতে যায়নি কোনো ভোটার।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ইলিয়াস নিখোঁজের প্রভাবে এই পরিস্থিতি সৃষ্টি বলে দাবি করেছেন অনেকে।
রামধানা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. বজলুর রহমান জানান, ‘এখন পর্যন্ত (বেলা ১টা পর্যন্ত) ভোট দিতে আসেনি কেউ।’
এদিকে, দুপুর ১২ টায় রামধানা কেন্দ্রের ১শ’ গজ পশ্চিমে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। এতে দায়িত্বরতদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।