রোদ উঠলেই ভোটার বাড়বে

0
194
Print Friendly, PDF & Email

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা উপকমিটির সমন্বয়ক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘বিরোধী দল নির্বাচন প্রতিহত করার যে ঘোষণা দিয়েছিল তা সফল হয়নি। আমরা বিরোধী দলকে প্রতিহত করতে সক্ষম হয়েছি। রোদ ওঠা ও শীত কমার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।’

রোববার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা উপকমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশনে চিঠি দিতে এসে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘সকাল থেকে আপনাদের (সাংবাদিকদের) মতোই আমরাও অনুষ্ঠিত নির্বাচন অবলোকন করছি। দেশের বিভিন্ন প্রান্তের ভোটকেন্দ্রে সহিংসতা ঘটেছে। তারপরেও কেন্দ্রে কর্মরত কর্মকর্তারা দায়িত্ব পালনে সক্ষম হচ্ছেন।’

ভোটার উপস্থিতির বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রায় ১৫০টি ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিতের বিষয়ে তিনি বলেন, ‘যেসব ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে সেগুলোতে নির্বাচন কমিশন পরে ভোট গ্রহণের ব্যবস্থা করবে।’

নির্বাচনে সহিংসতার ঘটনায় ৩ জনের নিহত ঘটনায় দুঃখ প্রকাশ করে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই নির্বাচন প্রতিহতের সহিংসতায় এই পর্যন্ত ২শ লোক মারা গিয়েছে। এর সঙ্গে যারা জড়িত তাদের দেশের প্রচলিত আইনে বিচারের জন্য কাঠগড়ায় দাড় করানো হবে।’

নির্বাচন কমিশনে আসার প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার কমিটির পক্ষ থেকে দেশের নির্বাচনে বিভিন্ন সহিংসতা রোধের অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি চিঠি দিতেই আমরা এখানে এসেছি।’

এ সময় সেখানো আরো উপস্থিত ছিলেন- অ্যাড. রিয়াজুল কবির কাওসার, সাবিনা মিরা, ফজিলাতুন্নেসা প্রমুখ।

শেয়ার করুন