দেড় ঘণ্টায় ১ ভোট

0
121
Print Friendly, PDF & Email

দেড় ঘণ্টায় এক ভোট। অবাক হলেও সত্য। এটা একতরফাভাবে চলা দশম জাতীয় নির্বাচনের ঢাকা-৪ আসনের একটি কেন্দ্রের চিত্র। রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলে সাড়ে ৯টা পর্যন্ত ভোটার শূন্য। ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) আসনের ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় মহিলা ভোটকেন্দ্রে দেড় ঘণ্টার মাথায় ভোটগ্রহণ হয়েছে মাত্র একটি।

প্রিসাইডিং অফিসার হুমায়ন কবির জানান, তার পরিচালনাধীন ৩টি ভোট কক্ষে ২ হাজার ৭৪১ জন নারী ভোটার রয়েছেন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত মাত্র একজন নারী ভোট দিয়েছেন।

তবে মাহজোট সমর্থিত প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা (লাঙ্গল) দাবি করেছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আর ভোটারদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

প্রসঙ্গত, ঢাকা-৪ : ডিসিসি দক্ষিণের ৪৭, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ এবং শ্যামপুর ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকার এই আসনটি। এ আসনে লড়ছেন জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ড. আওলাদ হোসেন।

শেয়ার করুন