বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র নেতারা দশম জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতি সরাসরি টেলিভিশনে ও সারা দেশে নির্বাচন প্রতিহত করার জন্য ঘটিত সংগ্রাম কমিটির মাধ্যমে পর্যবেক্ষণ করছেন ।
রোববার সকাল ১১টা ১০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান পরিবর্তনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপি প্রতিনিধি দলের কারা নির্বাচন পর্যবেক্ষণ করছেন, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “লন্ডন থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, এবং ভারপাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতারা পর্যবেক্ষণ করছেন।”
শায়রুল কবীর বলেন, “বাংলাদেশের অধিকাংশ মানুষের দাবীকে উপেক্ষা করে সরকারের একতরফা নির্বাচন এখন নাটকে পরিণত হয়েছে। আমরা সকাল থেকে টেলিভিশন ও বিভিন্ন অনলাইন পত্রিকায় তারই প্রমাণ দেখতে পারছি। তাই সরকারের উচিত সময় থাকতে এ প্রহসনের নির্বাচন বাতিল করে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা। কারণ এটা নির্বাচন নয়; এটা প্রহসন।
বিএনপির পক্ষ থেকে আজ কোন সংবাদ সম্মেলন করা হবে কিনা, তা জানতে চাইলে তিনি জানান,নির্বাচনের সার্বিক পরস্থিতি দেখার পর এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।
এদিকে প্রতিদিনের মত আজও বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনের চারপাশ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।