ভোলায় প্রিজাইডিং ও পোলিং অফিসারহীন কেন্দ্রে ভোটগ্রহণ

0
457
Print Friendly, PDF & Email

সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও সকাল ৯ টা পর্যন্ত ভোলা-৩ আসনের লালমোহন উপজেলার ডাওরীর হাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আসেননি কেনো সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্ট। তাদের ছাড়াই সেখানে ভোটগ্রহণ চলছে।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো: ইব্রাহিম জানান, তিনি নতুন এবং শীতের কারণে অফিসাররা দেরি করে এসেছেন। সেজন্য যথাসময়ে ভোটগ্রহণ শুরু করতে পারেননি।

এই কেন্দ্র ছাড়াও ভোলা-২ আসনের দৌলতখান উপজেলার মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট মাধ্যমিক বিদ্যালয়, মানিকার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর টবগী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৮টায়ও কোন ভোটারকে দেখা যায় নি।

উত্তর টবগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার নুরে আলম জানান, প্রার্থীদের এজেন্ট এবং কোন ভোটার না আসায় সাড়ে ৮টায়ও কোন ভোট পড়েনি। বিভিন্ন ভোটকেন্দ্রে খবর নিয়ে একই চিত্র পাওয়া গেছে। তবে দায়িত্বরত কর্মকর্তা মনে করছেন শীতের কারণে ভোটারদের উপস্থিতি কম। বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়বে বলে আশা করা যাচ্ছে।

সকাল ৯টা পর্যন্ত কোন কেন্দ্রেই বিশৃঙ্খলা কিংবা ভোটারদের আসতে বাধার সৃষ্টি করা হচ্ছে বলে কোন খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভোলা জেলার ৪টি আসনের মধ্যে ভোলা-১ এ তোফায়েল আহমেদ এবং ভোলা-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

ভোলা-২ ( দৌলতখান- বোরহানউদ্দিন) আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন দৌলতখান পৌর মেয়র আলী আজম মুকুল ও জাতীয় পার্টি (এরশাদের) সালাউদ্দিন। অপরদিকে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী এ্যাডভোকেট একেএম নজরুল ইসলাম মিয়া।

ভোলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, দৌলতখান উপজেলায় ৪২, বোরহানউদ্দিন উপজেলায় ৬০ এবং তজুমদ্দিন উপজেলায় ৩১ ও লালমোহন উপজেলায় ৬৭টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। এসব ভোটকেন্দ্রে ১৩২৮ জন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসার এবং ২২৩৭ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।

ভোলা-২ আসনে মোট ভোটার সংখ্যা ২লাখ ৫৩ হাজার ৬৬১ জন। ভোলা-৩ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৫২ হাজার ৬৯১ জন।

শেয়ার করুন