গাবতলী মডেল থানায় হামলা: পেছন দিয়ে পালিয়ে গেলো পুলিশ

0
95
Print Friendly, PDF & Email

বগুড়ার গাবতলী মডেল থানায় হামলা চালিয়েছে ১৮ দলের বিক্ষুব্ধ হাজার হাজার নেতাকর্মী। ১৮ দলের নেতাকর্মীদের আক্রমণের মুখে টিকতে না পেরে পুলিশ থানা থেকে উপজেলা পরিষদে গিয়ে আশ্রয় নেয়। পরে র‌্যাব ও বিজিবির সহায়তায় পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের পর পুলিশ নিরাপত্তার স্বার্থে ব্যালট পেপার ও বাক্স গাবতলী মডেল থানায় নিয়ে আসে। এরপর পরই ১৮ দলের কয়েক হাজার নেতাকর্মী থানা লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে থানায় অবস্থানরত কিছু সংখ্যক পুলিশ থানার পিছন দিয়ে উপজেলা পরিষদে গিয়ে আশ্রয় নেয়। পরে র‌্যাব ও বিজিবির সহায়তায় পুলিশ থানার তিনমাথা মোড়ে অবস্থান নিয়ে ব্যাপক টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ শুরু করে। আধা ঘন্টাব্যাপী সংঘর্ষ চলার পর ১৮ দলের নেতাকর্মীরা পিছু হটে।

এসময় পুলিশ ২ জনকে আটক করে। পুলিশের গুলিতে ১৮ দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে জানাগেছে।

শেয়ার করুন