প্রধানমন্ত্রী নিজে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে

0
111
Print Friendly, PDF & Email

একমাত্র প্রধানমন্ত্রীর কথায় নির্বাচন হচ্ছে মন্তব্য করে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দেশকে গৃহযুদ্ধে দিকে ঠেলে দিচ্ছেন। কারন তার নির্দেশে সব কিছু হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, দেশ এভাবে চলতে থাকলে এবং আগামীকালেন নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে গৃহযুদ্ধ অনিবার্য। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত  বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অবরুদ্ধ ও বাসভবনের সামনে বোমা হামলার প্রতিবাদে’ শীর্ষক এক গণ অনশনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক মহল ও বাংলাদেশের জনগণ ইতিমধ্য নির্বাচন বর্জন করেছে। যার ফলে আগামীকালের নির্বাচন অনুষ্ঠিত হলে আন্তুর্জাতিক মহল বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে। ফলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে  পঙ্গু হয়ে পড়বে, দেশে ব্যবসা বানিজ্য ধ্বংসের মুখে নিমজ্জিত হবে। আর এসবের কারণ একমাত্র প্রধানমন্ত্রী নিজেই। কারণ তার নির্দেশে সব কিছু হচ্ছে। যাদের জন্ম বাংলাদেশে নয়, তাদের মধ্যে দেশ প্রেম নেই- প্রধানমন্ত্রী এই বক্তব্য প্রসঙ্গে একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, আপনার নাতি- নাতনীর জন্ম বাংলাদেশে নয়। তাহলে তাদের মধ্যও তো দেশপ্রেম নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাই এটা প্রকাশ পায়। ফলে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর পরিবারে একমাত্র তিনিই বাংলাদেশকে ভালোবাসেন অন্য আর কেউ না। কারন প্রধানমন্ত্রীর পরিবারের আর সবাই বিদেশে থাকেন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচন হবে একটি তামাশার নির্বাচন, কারণ ১৫৪টি আসনে ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। ফলে এই নির্বাচন হচ্ছে একটি তামাশার নির্বাচন ও আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দখলের আর একটি নাটক। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি রুহুল আমীন গাজীর সভাপতিত্বে পেশাজীবী সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।

শেয়ার করুন