সরকার বাকশাল পুনঃ প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করছে

0
147
Print Friendly, PDF & Email

এক তরফা পাতানো নির্বাচনের মাধ্যমে সরকার সুপরিকল্পিতভাবে জাতিকে বিভক্ত করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার চিরস্থায়ীভাবে ক্ষমতায় অধিষ্ঠিত থাকার হীন উদ্দেশ্যে বিরোধী মতকে নির্মূল করে ভিন্ন আঙ্গিকে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল পুনরায় প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করছে।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষের দাবীকে উপেক্ষা করে আওয়ামী লীগের এই গণবিরোধী সরকার বশংবদ নির্বাচন কমিশনকে দিয়ে ভোটারবিহীন, প্রার্থীবিহীন প্রহসনের নির্বাচন করতে চলেছে আগামীকাল ৫ জানুয়ারী। ১৫৩ জন সরকারী জোটের প্রার্থী ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ধরে নেওয়া হয়েছে। বাকী আসনগুলোতে যৌথবাহিনী, যৌথবাহিনীর সহযোগিতায় নির্বাচনের একটা নাটক মঞ্চস্থ করা হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, জনগণ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য নিরন্তর গণআন্দোলন গড়ে তুলেছে। অসংখ্য মানুষ সরকারের নির্যাতনে প্রাণ দিয়েছেন, গ্রেফতার হয়েছেন। এই নির্বাচন এখন একটা সত্যিকার অর্থেই হাস্য-কৌতুকের প্রহসনে পরিণত হয়েছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে বলেই এই ধরণের একটি জনসম্পৃক্ততা বিহীন নির্বাচনের পথ বেছে নিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সামাজিকভাবে, নৈতিকভাবে ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ পরাজিত হয়েছে বলেই আজ বলপ্রয়োগের মাধ্যমে গণতন্ত্রের সকল নিয়ম-নীতিকে ধ্বংস করে স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চলেছে।

বিএনপির মুখপাত্র বলেন, চলমান গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী, ১৮ দলীয় জোটের নেতা, বিএনপি চেয়ারপার্সন, বিরোধী দলের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখে, তাঁর রাজনৈতিক কার্যালয় এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ রেখে, বিরোধী দলের শীর্ষ নেতাদের কারান্তরীণ করে, মিথ্যা মামলা দিয়ে, দেখামাত্র গুলীর নির্দেশ দিয়ে, সারাদেশের বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা, গুলী, নির্যাতন, গ্রেফতার, তাদের বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগের মাধ্যমে নজীরবিহীন রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্য দিয়ে এই নির্বাচন সত্যিকার অর্থেই একটি প্রহসনের নির্বাচনের অপপ্রয়াস।

তিনি বলেন, জন্মলগ্ন থেকেই বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সামরিক ও বেসামরিক সহ সকল ধরণের স্বৈরশাসনের বিরুদ্ধে আপোষহীন লড়াই চালিয়ে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে নিরন্তর এই সংগ্রাম করছেন। দেশনেত্রী জীবনের সায়াহ্নে গণতন্ত্রকে সুমহান আদর্শ ও মূল্যবোধে প্রতিষ্ঠিত করবার জন্য জনগণকে সঙ্গে নিয়ে এই সংগ্রামকে বিজয়ের পথে নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকার ব্যক্ত করেছেন।

বিএনপি নেতা বলেন, আমরা বিশ্বাস করি, মুক্তিযুুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশের মানুষ কখনোই আওয়ামী সরকারের এই নীলনক্শার নির্বাচন মেনে নেবে না। ইতিমধ্যেই আন্দোলনের মধ্য দিয়ে তাঁরা তা প্রত্যাখান করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশের স্বাধীনতা, জাতীয় মর্যাদা, গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার স্বার্থে দেশের কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, পেশাজীবি, নাগরিক সমাজ, ব্যবসায়ী, উন্নয়ন কর্মী, সকল ধর্মাবলম্বী ব্যক্তি এবং সকল জাতি গোষ্ঠীর সদস্যদের প্রতি ৫ জানুয়ারীর প্রহসনের এই নির্বাচন শান্তিপূর্ণভাবে বর্জনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহবানের প্রতি পূর্ণ সমর্থন করবে বলে আমার বিশ্বাস। সেই সঙ্গে সকলের প্রতি আহবান জানাচ্ছি ভোটকেন্দ্রে না গিয়ে গণতন্ত্র ধ্বংসকারী মৌলিক অধিকার হরণের এই নির্বাচন বর্জনের মাধ্যমে আওয়ামী লীগের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী, গণতন্ত্র বিরোধী সকল ফ্যাসিবাদী চক্রান্তকে পরাজিত করার জন্য।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে এই ফ্যাসিবাদী নৈরাজ্যের জবাব দিতে চাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কখনও ব্যর্থ হয়না, ব্যর্থ হয়না জনগণের আত্মত্যাগ। অত্যাচারী শাসকরাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়। জনগণের সম্মিলিত সংগ্রাম কখনও পরাজিত হয়না। বাংলাদেশের জনগণের বিজয় অনিবার্য।

শেয়ার করুন