জন্মদিনে শুভেচ্ছা উপচে পড়ল সারা বিশ্ব থেকে৷ ৪৫-এ পা দিয়েও যার উষ্ণতা পৌঁছল না মাইকেল শ্যুমাখারের কাছে৷ শুক্রবার জার্মান কিংবদন্তি সম্পর্কে নতুন করে সুখবর যেমন নেই, তেমনই খারাপ খবরও নেই৷
শেষ সরকারি ডাক্তারি বিবৃতি অবশ্য এসেছিল নতুন বছরের পয়লা দিনে৷ পরবর্তী মেডিক্যাল বুলেটিন ডাক্তাররা জানাবেন শ্যুমাখারের অবস্থার পরিবর্তন হলেই৷
ডাক্তারি ভাষায়, ‘স্থিতিশীল কিন্ত্ত ক্রিটিক্যাল৷’ এভাবেই পাঁচ দিন কাটিয়ে দিলেন শুম্যাখার৷ এ দিন অবশ্য নতুন একটি তথ্য জানা গিয়েছে৷ শ্যুমাখার বরফের উপর দিয়ে গড়িয়ে পড়েছিলেন বন্ধুর মেয়েকে বাঁচাতে গিয়ে৷ আগে যা জানা গিয়েছিল, বন্ধুকে বাঁচাতে গিয়ে৷
যে টিমের হয়ে এই জার্মান চালকের আকাশছোঁয়া সাফল্য সেই ফেরারি অভিনব উদ্যোগ নিয়েছে প্রাক্তন চ্যাম্পিয়নকে শুভেচ্ছা জানানোর৷ উত্তর ইতালি ও দক্ষিণ ফ্রান্সে ফেরারির যে সব ফ্যান ক্লাব আছে, সেখান থেকে কয়েকশো শুম্যাখার ভক্তকে তারা নিয়ে এসেছে গ্রেনোবলে৷ কেউ এসেছেন বাসে, কেউ গাড়িতে৷ হাসপাতালের সামনে সেই ভক্তরা নীরব মিছিল করলেন৷ জ্ঞানহীন ভাবে শুয়ে থাকা প্রিয় তারকাকে এভাবেই শুভেচ্ছা জানালেন তারা৷ তাদের হাতে ছিল ফেরারির বিশাল পতাকা৷
ফেরারির জন্মদিনের শুভেচ্ছায় বলা হয়েছে, ‘আজ মাইকেল শ্যুমাখারের জন্মদিন৷ এই মুহূর্তে ও নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেসে লড়ছে৷ আমরা ওর জন্য বিশেষ সম্মান জানাতে চাই৷’ ফেরারি ও শ্যুমাখার ভক্তদের শুভেচ্ছার ধন্যবাদ এসেছে তার পরিবারের পক্ষ থেকে৷ শুমির ওয়েবসাইটে লেখা হয়েছে, ‘আমরা জানি মাইকেল লড়াকু৷ আর ওই লড়াই ও কখনোই ছেড়ে দেবে না৷’ –সংবাদ সংস্থা।