বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান ফারুক বলেছেন, “৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন বর-বধূ সাজিয়ে পুতুলের বিয়ে দেয়ার মতো।”
শনিবার বিকেলে গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ নির্বাচন প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে দেশবাসীর উদ্দেশে ওসমান ফারুক বলেন, “প্রহসনমুলক একতরফা নির্বাচনকে না বলুন, গণতন্ত্রকে হ্যাঁ বলুন।”
তিনি দাবি করেন, শুক্রবার থেকে আজ পর্যন্ত সারা দেশে বিরোধীদলের তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, যৌথবাহিনীর সহযোগিতায় দেশের বিভিন্ন স্থানে বিএনপির কয়েকজন নেতার বাসায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে।
তিনি আরো দাবি করেন, সারা দেশে আহত হয়েছেন পাঁচ শতাধিক নেতাকর্মী।