দশম জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ উল্লেখ করে নির্বাচন বর্জন করতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার বিশেষ উপদেষ্টা ও মুখপাত্র ববি হজ্জাজ।
শনিবার দুপুরে এক ভিডিও বার্তার মাধ্যমে এরশাদের পক্ষ থেকে এই নির্দেশের কথা জানান তিনি। এসময় এরশাদের পক্ষ থেকে লেখা একটি চিঠিও দেখান ববি হাজ্জাজ।
ববি বলেন, এরশাদ নির্বাচনে যাচ্ছেন না বলেই তাকে আটকে রাখা হয়েছে। তার পক্ষে যিনি নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন, তিনি তা পার্টির চেয়ারম্যানের অনুমতি ছাড়াই করেছেন। যারা নির্বাচনে যাচ্ছেন তারা নিজেরা যাচ্ছেন, নিজ দায়িত্বে যাচ্ছেন। পার্টির চেয়ারম্যান নির্বাচনে যাচ্ছেন না এবং সেই কারণে তিনি দেশবাসীর সামনেও আসতে পারছেন না। দেশবাসীর সামনে আসতে পারলে চেয়ারম্যান এটাই বলবেন যে, তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না।
ববি হাজ্জাজ বলেন, যারা দেশকে ভালবাসেন, যারা গণতন্ত্রকে ভালবাসেন তারা এই নির্বাচনে যেতে পারেন না। সুতরাং আমি দেশবাসীর প্রতি এবং জাতীয় পার্টির সব নেতাকর্মীর প্রতি আহ্ববান জানাব, যে নির্বচানের মাধ্যমে গণতন্ত্রকে খুন করা হচ্ছে, সেই নির্বাচনে আপনারা অংশ নিবেন না।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি দল হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। চেয়ারম্যানের নাম ব্যবহার করে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো পুরোপুরি ভুল।