নির্বাচন দেশ-বিদেশে তামাশার বস্তুতে পরিণত : কাজী জাফর

0
133
Print Friendly, PDF & Email

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ বলেছেন, কাল বাংলাদেশের কলঙ্ক ও প্রহসনের নির্বাচন হবে। এ নির্বাচনকে আমাদের অবশ্যই প্রতিহত করতে হবে। এ নির্বাচন দেশ-বিদেশে তামাশার বস্তু হিসাবে চিহ্নিত হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের কবর রচনা করার জন্য শাসক দল উদ্যত হয়েছে।

শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

কাজী জাফর বলেন, ” এ নির্বাচন অনুষ্ঠানের জন্য শাসক দল নানা অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু দেশপ্রেমিক জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক শক্তি যে কোন মূল্যে এ নির্বাচন প্রতিহত করবে।”

তিনি আরও বলেন, “ভাবতে অবাক লাগে নির্বাচন অনুষ্ঠানে যখন অপপ্রয়াস চলছে; ঠিক তখন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী। কয়েক প্ল¬াটুন পুলিশ ও বালির ট্রাকের বেষ্টনী দিয়ে তার স্বাভাবিক চলাফেরার স্বাধীনতা ও মৌলিক অধিকার হরণ করা হয়েছে।”

বিরোধী দলীয় নেতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এ নির্বাচন সর্বাত্মক প্রতিহতের অভিযানে জাতীয় পার্টির সকল নেতা-কর্মীকে অংশ গ্রহণ করার নির্দেশ দেন তিনি।

ঘর থেকে বের না হয়ে এ নির্বাচন বয়কট করতে সকল ভোটারের প্রতি আহ্বান জানান এ রাজনীতিবিদ।

শেয়ার করুন