জনপ্রিয় পোপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের লাস ভেগাসে অন স্টেজ পারর্ফম করতে গিয়ে হঠাৎ-ই পোশাক খুলে গেল। বছরের শেষে প্রায় লক্ষ দর্শকের সামনে পারর্ফম করছিলেন ব্রিটনি। গানের মাঝে হঠাৎ নাচতে গিয়ে খুলে যায় তার পরনের টিউনিকের ব্যাক সাইডের চেইন। তবে ব্রিটনি গান না থামিয়ে সহশিল্পীদের সাহায্যে পরিস্থিতি সামলে নিলেন বেশ দক্ষতায়। দর্শকদের জানিয়ে দেন, ইটস আ অ্যাফেক্ট।
এ সময় দর্শকরা করতালিতে সম্মান জানান গায়িকাকে। ব্রিটনির এই স্টেজে পারর্ফম দেখতে হাজির ছিলেন মাইলি সাইরাস, ক্যাটি পেরি, সেলেনা গোমেজ।
তাদেরই কেউ একজন ঘটনার দুদিন পর সেই শোর ভিডিও প্রকাশ করে দিয়েছেন অনলাইনে।
তবে ব্রিটনির এ ধরনের ঘটনা নতুন না। প্রায় তার শরীরের কাপড় খুলে যায় জনসম্মুখে। আর এ নিয়ে কম বিব্রত হননি এই তারকা।