ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আসন্ন লোকসভা নির্বাচনের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী প্রার্থী হবেন না বলে জানিয়ে দিয়েছেন এই প্রবীণ রাজনীতিবিদ।
শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
মনমোহন সিং বলেন, সাধারণ নির্বাচনের পর নতুন প্রধানমন্ত্রীর কাছে আমি ক্ষমতা হস্তান্তর করব। আশা করছি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকার নির্বাচনে জয়লাভ করে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। এবং আমাদের দল নির্বাচনের শেষ পর্যন্ত প্রচার কাজ চালিয়ে যাবে।
দুর্নীতি প্রসঙ্গে মনমোহন সিং বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে সাড়ে নয় বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছি।