৫ জানুয়ারির নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসাবে বিবেচিত হবে বলেছেন বিশিষ্ট আইনজীবি গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
শুক্রবার এক বিবৃতিতে তিনি একথা বলেন।
তিনি বলেন, এই নির্বাচনের কারণে আর্ন্তজাতিকভাবে দেশ কোনো বিপর্যয়ে পতিত হলে বর্তমান সরকার তার জন্য দায়ী থাকবে।
ড. কামাল বলেন, চলমান সঙ্কট সমাধানের লক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও মহল থেকে বারবার বলা সত্ত্বেও সরকার এই নির্বাচন স্থগিত করে সঙ্কট সমাধানে কোনো উদ্যোগ নেয়নি।
তিনি বলেন, নির্বাচনে পরাজয়ের ভয়ে সংবিধান সংশোধন করে নিজের ইচ্ছামত ক্ষমতা থেকে ৫ জানুয়ারির সংসদ নির্বাচন করতে যাচ্ছে। এই নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসাবে বিবেচিত হবে।