২০ কোটি টাকার অফার দিয়েছিলেন হানিফ!

0
97
Print Friendly, PDF & Email

টাকার প্রলোভন দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করায় আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সন্ত্রাসী বাহিনী মাঠে নামিয়েছেন বলে অভিযোগ করেছেন এই আসনের একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনএফ মনোনীত প্রার্থী রাকিব উর রহমান খান ওরফে লিটন চৌধুরী। শুক্রবার বিকেলে কুষ্টিয়া শহরের বড় বাজার এলাকায় বিএনএফ জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিটন অভিযোগ করে বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্যে ২০ কোটি টাকার অফার প্রত্যাখ্যান করায় নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে মাহবুব উল আলম হানিফের লোকজন তার কর্মীদের উপর দফায় দফায় হামলা, নির্বাচন নিয়ে অপপ্রচার, হুমকি-ধামকি দেয়াসহ তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চালাচ্ছে।

এই সংবাদ সম্মেলনে বিএনএফ প্রার্থী রাকিব উর রহমান খান ওরফে লিটন চৌধুরী বলেন, গত সোমবার কুষ্টিয়ার পিটিআই রোডে হানিফের বাসভবনের সমানে তার প্রচারণা মাইক ভাংচুর করেছে মাহবুব উল আলম হানিফের পেটুয়া বাহিনী। এছাড়াও গত মঙ্গলবার থানাপাড়া বাধে নির্বাচনী প্রচারণার সময় এক কর্মীকে পেটানো হয়েছে। সংবাদ সম্মেলনে টেলিভিশন প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা রাকিব উর রহমান খান ওরফে লিটন চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সন্ত্রাসী ও পেটুয়া বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত বলে দাবী করে বলেন, তার পক্ষের পোলিং এজেন্টদের বিভিন্ন ধরনের হুমকি-ধামকী দেয়া হচ্ছে। নির্বাচনে ভোট চুরি হওয়ারও আশংকা রয়েছে বলে তিনি দাবি করেন।

রাকিব উর রহমান খান চৌধুরী লিটন ভোটে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাকে ঠেকাতে একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। জেলা জুড়ে প্রচার করা হচ্ছে বিএনএফ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। কিন্তু এটি ভুয়া তথ্য। লিটন বলেন, সারাদেশে আমিসহ বিএনএফ-এর ২২জন প্রার্থী রয়েছে । নির্বাচন নিয়ে কোন আপোষ হবে না। বিএনএফ নির্বাচনে রয়েছে। কুষ্টিয়ায় সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হলে তিনি অন্তত ৫০ হাজার ভোটের ব্যবধানে মাহবুব উল আলম হানিফকে পরাস্থ করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে বিএনএফ কুষ্টিয়া জেলা যুগ্ম আহবায়ক মীর হারুন-অর রশীদ ইদ্রিস, বিএনএফ এর নেতা রোকনউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন