শনিবার ভোর ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল

0
121
Print Friendly, PDF & Email

৫ জানুয়ারির নির্বাচন বাতিলের দাবিতে অবরোধ থেকে এবার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। আগামীকাল শনিবার ভোর ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিরোধী এ জোট।

শুক্রবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক এ কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে তফসিল বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ব্যবস্থা পুনর্বহাল ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে সারাদেশে ৬ দফা অবরোধ এবং দুই দফা গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

শেয়ার করুন