বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের শপথ না নেয়া পর্যন্ত বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে গৃহবন্দি রাখা হবে। ব্রিটেনের প্রভাবশালী সাময়িকী দি ইকোনমিস্ট শুক্রবার তাদের এক প্রতিবেদনে এমন মন্তব্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে ৫ জানুয়ারির নির্বাচনকে প্রহসনের নির্বাচন হিসেবে অভিহিত করা হয়েছে। এটাকে মাইনাস ওয়ান (খালেদা জিয়াকে বাদ দেওয়ার পদ্ধতি) হিসেবেও দেখছে পত্রিকাটি।
পত্রিকাটিতে বলা হয়েছে ঢাকার কূটনৈতিক এলাকার ৭৯ নম্বর রোডে গৃহবন্দি অবস্থায় আছেন বাংলাদেশের প্রধান বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। দলের নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করতে গেলেই তাদের গ্রেফতার করা হচ্ছে।