নির্বাচন স্থগিতে রাষ্ট্রপতির অপারগতা প্রকাশ

0
85
Print Friendly, PDF & Email

দশম জাতীয় সংসদ নির্বাচন স্থগিতে অপারগতা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট। তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী এ বিষয়ে তার কিছু করার নেই। তিনি সংবিধানের রক্ষাকারী মাত্র।

শুক্রবার বিকালে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল নির্বাচন স্থগিতের অনুরোধ জানালে তিনি এ কথা বলেন। বৈঠকের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এদিকে বৈঠক শেষে প্রতিনিধি দলে নেতৃত্বদানকারী বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, খালেদা জিয়া গ্রেফতার নাকি গৃহবন্দি- বিষয়টি পরিষ্কার করতে রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে ১৮ দলীয় জোট নেতাকর্মীদের বেগম খালেদা জিয়ার সঙ্গে যাতে দেখা করতে দেয়া হয় সে বিষয়েও অনুরোধ করা হয়েছে বলেও তিনি জানান।

শুক্রবার বিকাল ৪টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত শেষে বঙ্গভবনের গেটে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, বিরোধীদলীয় নেতার বাড়ির সামনের রাস্তা দু পাশে বালু ভর্তি ট্রাক দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। নেতাকর্মীদেরকে তার সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না। এসব বিষয় নিয়েই রাষ্ট্রপতির সঙ্গে কথা হয়েছে।

শেয়ার করুন