পুলিশী বাধায় বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি নিউইয়র্ক টাইমসের দক্ষিণ এশিয়ার ব্যুরো চীফ এবং পলিটিক্যাল এডিটর অ্যালন বেরী।এ সময় তার সঙ্গে খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানকেও ফিরিয়ে দেয় পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ‘অবরুদ্ধ’ বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বাসায় সাক্ষাত করতে যান এই বিদেশী সাংবাদিক।তার সঙ্গে ছিলেন রিয়াজ রহমান। কিন্তু বেশ কিছুদিন ধরে খালেদা জিয়ার বাসার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ তাদের বাসায় প্রবেশ করতে দেয়নি। পরে তারা ফিরে যান।
তবে সাক্ষাতের সুযোগ না পেয়ে যাওয়ার সময় দুইজনের কেউ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।